MD. ANAYET ULLAH(Principal)

MD. ANAYET ULLAH

অধ্যক্ষের কথা

প্রিয় ছাত্র/ছাত্রীবৃন্দ,

শিক্ষাবর্ষের শুরুতে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। তোমরা অবগত আছো যে, সর্বশক্তিমান আল্লাহর মেহেরবানীতে অতি অল্প সময়ের মধ্যে ‘‘বায়তুল মোশাররফ সিনিয়র মাদরাসার’’ পাঠদান পদ্ধতি, ছাত্র/ছাত্রীদের আমল আখলাক, কৃতিত্বপূর্ণ সাফল্য, রানৈতিক কোলাহলমুক্ত পরিবেশ এদেশের গুনীজনদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এ পরিকল্পিত কার্যক্রম যথাযথ বাস্তবায়নে তোমাদের আন্তরিক প্রচেষ্টার সাথে সাথে তোমাদের অভিভাকদের সহযোগীতাও একান্ত প্রয়োজন। আমি আশা করি, আমার প্রতিটি ছাত্র/ছাত্রী মাদরাসার নিয়ম-শৃঙ্খলা ও বিধি বিধানের প্রতি থাকবে সদানুগত-পাঠ অনুশীলনে থাকবে সদা সচেষ্ট, আল্লাহ আমাদের সহায় হউন।