Updates
এতদ্বারা বায়তুল মোশাররফ সিনিয়র মাদ্রাসার সকল ছাত্র/ছাত্রী,অভিভাবক,শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারী গনের অবগতির জন্য জানানো যাইতেছে যে,২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার প্রকাশিত ফলাফল মাদরাসা ওয়েব সাইডে এন্ট্রি দেওয়া আছে । ওয়েব সাইড থেকে ফলাফল দেখার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদেরকে অনুরুদ করা হইল । কোন প্রকার ভূল ত্রুটি থাকলে তা আগামী ২৪ ডিসেম্বর মঙ্গলবারের মধ্যে সংশোধন করার অনুরুদ রইল।উক্ত তারিখের পর কোন ওজর আপত্তি করা যাবে না। আগামী ২৯/১২/২০২৪ ইং তারিখ রোজ রবিবার সকাল ১০ টায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হইবে । সকল ছাত্র/ছাত্রী মাদরাসার ড্রেস পরিধান করিয়া আসিতে হইবে । এতদ্বারা বায়তুল মোশাররফ সিনিয়র মাদ্রাসার সকল ছাত্র/ছাত্রী,অভিভাবক,শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারী গনের অবগতির জন্য জানানো যাইতেছে যে,আগামী ২১/১১/২০২৪ ইং তারিখ রোজ বৃহস্পতিবার থেকে এবতেদায়ী ও দাখিল শাখার বার্ষিক ও আলিম ১ম বর্ষের ১ম ইনকোর্স এবং আলিম ২য় বর্ষের প্ এতদ্বারা বায়তুল মোশাররফ সিনিয়র মাদ্রাসার সকল ছাত্র/ছাত্রী,শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারী গনের অবগতির জন্য জানানো যাইতেছে যে,২০২৪ শিক্ষাবর্ষের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল রিপোর্ট ভুল ত্রুটি সংশোধন করার লক্ষে মাদরাসা ওয়েব সাইডে প্রকাশ করা হয়েছে।উক্ত রিপোর্টে ভূল এতদ্বারা বায়তুল মোশাররফ সিনিয়র মাদ্রাসার সকল ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারী গনের অবগতির জন্য জানানো যাইতেছে যে,আগামী ২২/০৮/২০২৪ ইং তারিখ রোজ বৃহস্পতিবার থেকে ৩য় ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হইবে|
Message Corner
  • MD. ANAYET ULLAH

    MD. ANAYET ULLAH

    Principal

Welcome to BAITUL MOSHARRAF SENIOR MADRASAH

 

 আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। 

বায়তুল মোশাররফ সিনিয়র মাদরাসা এর পক্ষ থেকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। বাংলা একাডেমী কর্তৃক নির্ধারিত শুদ্ধ উচ্চারণের অঙ্গীকার নিয়ে আমরা সৃজনশীল শিক্ষা দানের উদ্দেশ্যে  যুগোপযোগী ও আধুনিক মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছি। মানুষ সভ্য হয়ে জন্মায় না। সু-শিক্ষা এবং সঠিক পরিবেশই তাকে গড়ে তুলতে পারে পরিপূর্ণ সভ্য মানুষরূপে এবং তারই জন্য বহন করবে দুনিয়া ও আখিরাতে অবারিত কল্যাণ। কিন্তু আজকের সমাজে সু-শিক্ষা পাওয়া গেলেও সঠিক স্বাস্থ্য সম্মত পরিবেশ পাওয়া যায় না। আবার সঠিক পরিবেশ পাওয়া গেলেও সু-শিক্ষার অভাব থেকে যায়। পৃথিবীর একটি মাত্র ধর্ম যার প্রথম বাণী হচ্ছে শিক্ষা, যা জাতির উন্নতি অগ্রগতি ও সুপ্ত প্রতিভা বিকাশের প্রধান মাধ্যম। আল-কুরআন এরশাদ হচ্ছে ‘‘ তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। (সূরা আলাক)’’। তাই আজ কুরআনে,হাদীস এবং আধুনিক বিজ্ঞান প্রযুক্তি সমন্বিত এমন এক শিক্ষা পদ্ধতি অপরিহার্য যা ইহলৌকিক সফলতার পাশাপাশি পরলৌকিক মুক্তি সুনিশ্চিত করবে। এ লক্ষ্যকে সামনে রেখে সুশিক্ষিত ও সঠিক পরিবেশের অঙ্গীকার নিয়েই বিজ্ঞ আলেমেদ্বীন ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে ১৯৮৪ইং সনে প্রতিষ্ঠিত হয়েছে ‘‘বায়তুল মোশাররফ সিনিয়র মাদরাসা।’’

 [ অধ্যক্ষের কথা ]

সম্মানিত অভিভাবক ও প্রিয় ছাত্র/ছাত্রীবৃন্দ,

শিক্ষাবর্ষের শুরুতে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আপনারা অবগত আছেন যে, সর্বশক্তিমান আল্লাহর মেহেরবানীতে অতি অল্প সময়ের মধ্যে ‘‘বায়তুল মোশাররফ সিনিয়র মাদরাসার’’ পাঠদান পদ্ধতি, ছাত্র/ছাত্রীদের আমল আখলাক, কৃতিত্বপূর্ণ সাফল্য, রাজনৈতিক কোলাহলমুক্ত পরিবেশ এদেশের গুনীজনদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এ পরিকল্পিত কার্যক্রম যথাযথ বাস্তবায়নে শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার সাথে সাথে অভিভাকদের সহযোগীতাও একান্ত প্রয়োজন। আমি আশা করি, আমার প্রতিটি ছাত্র/ছাত্রী মাদরাসার নিয়ম-শৃঙ্খলা ও বিধি বিধানের প্রতি থাকবে সদানুগত-পাঠ অনুশীলনে থাকবে সদা সচেষ্ট, আল্লাহ আমাদের সহায় হউন। 

[ লক্ষ্য উদ্দেশ্য ]

* কুরআন ও হাদীসের আলোকে যুগোপযোগী উৎপাদনমূখী ইসলামী শিক্ষার ভিত্তি গঠন করা।

* সুন্নতে রাসূল (সঃ) এর পরিপূর্ণ অনুসরনের মাধ্যমে আদর্শ জীবন গঠন করা।

* ইসলামী শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষার সমন্বয় সাধন করা।

* শরীয়া ভিত্তিক আর্দশ নারী শিক্ষার ভিত্তি গঠন করা।

[ মাদরাসার বৈশিষ্ট্য ]

* মনোরম ও স্বাস্থ্যসম্মত পরিবেশে প্রশিক্ষন প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত ।

* বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অনুকরণে,সাধারণ শিক্ষার সমন্বয়ে ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থার সাথে ভারসাম্য রেখে সিলেবাস প্রণয়ন।

* কোমলমতি শিশুদের কৌশল ও আদর সোহাগের মাধ্যমে পড়া আদায় করা।

* মাদরাসা বোর্ডের অধীনে আলিম (এইচ.এস.সি) এবং দাখিল (এস.এস.সি) পাবলিক পরীক্ষায় অংশ গ্রহণ।

* ছাত্র/ছাত্রীদের শারীরিক সুস্থ্যতার লক্ষে প্রতি সপ্তাহে ডা্ক্তারী পরামর্শ ও মেডিকেল চেকআপের ব্যবস্থা।

* নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা সহ নির্দোষ বিনোদনের ব্যবস্থা ।

* বাংলা,ইংরেজীতে বক্তৃতার প্রশিক্ষন ও দেয়ালিকা প্রকাশসহ লেখক ফোরামের ব্যবস্থা ।

* নিয়মিত সাহিত্য সাংস্কৃতিক,ইসলামী সংগীত,ইসলামী ক্যালিওগ্রাফী সহ বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহণ।

* ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ম শ্রেণী পযর্ন্ত আইসিটি শিক্ষার ব্যবস্থা।

* মেয়েদের শরীয়া পর্দা ভিত্তিক সার্বিক নিরাপত্তার ব্যবস্থা।

* অভিজ্ঞ মহিলা শিক্ষক দ্বারা ছাত্রীদের পাঠদান।

* ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন সহ বাড়ীর কাজ ও ডায়েরীতে সংরক্ষণ।

* শিক্ষার মান উন্নয়নে নিয়মিত রির্পোটের মাধ্যমে অভিভাবকের মন্তব্য ও পরামর্শ গ্রহণ এবং    ছাত্র-শিক্ষক অভিভাবক সমন্বয়ে ত্রিপক্ষীয় সভা।

* শিক্ষা সফরের সুন্দর ব্যবস্থা।

* ইয়াতিম/গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের বিশেষ সুযোগ।

* সাপ্তাহিক জলসা ও মাসিক বিতর্ক প্রতিযোগিতার ব্যবস্থা।

* বৃত্তি পরীক্ষা ও কেন্দ্রীয় পরীক্ষার জন্য বিশেষ কোচিং ও নোট এর ব্যবস্থা।

[ এক নজরে মাদরাসা পরিচিতি ] 

[ প্রতিষ্ঠাকাল ]

এবতেদায়ী (প্রাথমিক)          :  ০১ জানুয়ারী-১৯৮৪ইং

দাখিল সাধরণ বিভাগ (এসএসসি) :  ০১ জানুয়ারী-১৯৯৬ইং

দাখিল বিজ্ঞান বিভাগ (এসএসসি) :  ০১ জানুয়ারী-২০০১ইং

আলিম সাধরণ বিভাগ (এইচএসসি) :  ০১ জানুয়ারী-২০০৪ইং   

[ অবস্থান ]

ঢাকা মেট্রো পলিটন এলাকার মিরপুর থানার অর্ন্তগত ৬নং সেকশন ব্লক-এ/বি,প্লট-ম/২ অবস্থিত।

জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উত্তর পাশে , ৬নং বাজার সংলগ্ন দক্ষিনে নৈসর্গিক মনোরম পরিবেশে মাদরাসাটির অবস্থান।

[ বিজ্ঞানাগার ]

অত্র মাদরাসার দাখিল ৯ম শ্রেণিতে বিজ্ঞান বিভাগ চালু রয়েছে।বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য রয়েছে মানসম্মত একটি বিজ্ঞানাগার।আধুনিক যন্ত্রপাতি সম্বলিত বিজ্ঞানাগারে শিক্ষার্থীরা ও শিক্ষকবৃন্দবিজ্ঞান চর্চা করে থাকে।

[ পরীক্ষা পদ্ধতি ]

পরীক্ষার ধরনঃ ৪টি ইনকোর্স (MT)অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা এবং বাংলা ,ইংরেজী,আরবী ও মাসায়ালা মৌখিক পরীক্ষা্।

মুল্যায়ন পদ্ধতিঃ গেডিং সিস্টেম এবং জি.পি.এ পদ্ধতি।পাশের হার প্রতি বিষয়ে শতকরা ৪০%

*সফফুল আতফাল (১ম শ্রেনি)থেকে আসসফফুত তাসে (৯ম শ্রেণি)পযর্ন্ত অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা নামে দুইটি পরীক্ষা অনুষ্ঠিত হয়।উভয় পরীক্ষার পূর্বে ২টি করে ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয়।বার্ষিক পরীক্ষায় পূর্ণ সিলেবাস খেকে পরীক্ষা হয় এবং সে অনুযায়ী ফলাফল প্রকাশ করা হয়।অর্ধবার্ষিক ও ইনকোর্স এর উত্তরপত্র মূল্যায়ন শেষে অভিভাবককে দেখানোর জন্য শিক্ষার্থীর নিকট দেওয়া হয় এবং অভিভাবকের স্বাক্ষর শেষে উত্তরপত্র জমা গ্রহণকরা হয়।

*আস-সফফুল আশের (১০ম শ্রেণি)অর্ধবার্ষিক ও নির্বাচনী নামে দুটি পরীক্ষা অনুষ্ঠিত হয় ।

*আলিম শ্রেণিতে বর্ষসমাপনী ও নির্বাচনী নামে দুটি পরীক্ষা অনুষ্ঠিত হয় ।নির্বাচনী পরীক্ষা ব্যতীত সকল পরীক্ষায় ১০০ নম্বরের কুরআন মাজিদের মৌখিক পরীক্ষা গ্রহন করা হয়।এছাড়াও সাধারন জ্ঞান,মৌখিক ও আমলী পরীক্ষায় উর্ত্তীণ হতে হয় ।গ্রেডিং পদ্ধতিতে ফলাফল নির্ধারন করা হয় । ফলাফল প্রকাশের পর প্রোগ্রেস রিপোর্টের মাধ্যমে ফলাফল অভিভাবকে জানিয়ে দেয়া হয় ।

*পাঠ্যক্রম,সহপাঠ্যক্রম,প্রকাশনা বিভাগ।

[ ভর্তি বিষয়ক তথ্যাবলী ]

[ ভর্তি ফরম ও পরীক্ষার প্রবেশপত্র ]

প্রতি বছর নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে মাদরাসা অফিস থেকে ভর্তি ফরম ও প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে।এ জন্য  ১০০ টাকা ও ১ কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি সাথে আনতে হবে।

[ ভর্তি প্রক্রিয়া ]

ভর্তি পরীক্ষায় উর্ত্তীন হলে ভর্তি ফরম পূরন করে অফিসে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি করা যাবে।

ভর্তির জন্য শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি,পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ৯ম শ্রেণির ক্ষেত্রে জেডিসি রেজি:কার্ড ও প্রশংসা পত্রের ফটোকপি এবং মাদ্রাসার পোশাক পরিহিত ২ কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি ভর্তির ফরমের সাথে সংযুক্ত করতে হবে।

[ ভর্তি পরীক্ষার সময় ]

লিখিত পরীক্ষার বিষয় ও মান বন্টন

১ম থেকে ৯ম শ্রেণি

০১. আরবি                     ১৬

০২.বাংলা                       ১৬

০৩.গণিত                       ১৬

০৪.ইংরেজী                      ১৬

০৫.সাধারণ জ্ঞান              ১৬

০৬.মৌখিক                      ২০

                       সর্বমোট=১০০

                        পাশ নম্বর-৪০

প্রথম বার পরীক্ষা গ্রহণ ২৭ ডিসেম্বর

দ্বিতীয় বার পরীক্ষা গ্রহন ০৭ জানুয়ারি ( আসন খালি থাকা সাপেক্ষে)

ক.লিখিত পরীক্ষা সকাল ১০.০০ ঘটিকা

খ.মৌখিক পরীক্ষা দুপুর ১২.০০ ঘটিকা

ফলাফল প্রকাশঃ ভর্তি পরীক্ষার দিন দুপুর ১২.৩০ ঘটিকা

ভর্তির সময়ঃ ২৮ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পযর্ন্ত

ক্লাস শুরুঃ ১০ জানুয়ারি(সরকারি ছুটি বা সাপ্তাহিক ছুটি হলে তার পরের দিন ক্লাস শুরু হইবে)

[ বয়স সীমাঃ ]

আতফাল (শিশু) সর্বনিম্ন ৫ বছর 

আতফাল (১ম) সর্বনিম্ন ৬ বছর  

ছানী (২য়) সর্বনিম্ন ৭ বছর  

ছালিছ (৩য়) সর্বনিম্ন ৮ বছর 

রাবে (৪র্থ) সর্বনিম্ন ৯ বছর 

খামেস (৫ম)সর্বনিম্ন ১০ বছর

সাদেস (৬ষ্ঠ)সর্বনিম্ন ১১ বছর

সাবে (৭ম)সর্বনিম্ন ১২ বছর

সামেন (৮ম)সর্বনিম্ন ১৩-১৭ বছর

তাসে (৯ম)সর্বনিম্ন ১৪-১৮ বছর

[ভর্তির শর্তাবলী]

*নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ পূর্বক উর্ত্তীণ হতে হবে।

*ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ হলে মাদরাসার নির্ধারিত কোঠা অবশিষ্ট থাকা সাপেক্ষে ভর্তি হতে পারবে।

*প্রতিষ্ঠানের আদর্শ ও নিয়ম শৃঙ্খলা মান্য করা ভর্তি যোগ্যতার অপরির্হায শর্ত বলে বিবেচিত হবে।

*নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে।

[বিভিন্ন জামাতের ভর্তি ফি]

সফফুল আতফাল (শিশু শ্রেণি)থেকে সফফুল খামেছ (৫ম শ্রেণি)পযর্ন্ত ভর্তি ফি =৪০০০/-

সফফুস সাবে (৬ষ্ঠ শ্রেণি)থেকে সফফুত তাসে (৯ম শ্রেণি)পযর্ন্ত ভর্তি ফি =৪৫০০/-

আলিম শ্রেণিতে ভর্তি ফি = ৪৫০০/-

[ মাদরাসার নির্ধারিত ড্রেস/পোষাক ]

বালকঃ সাদা রং এর গোল পাঞ্জাবী ( নেছফেছাক অর্থাৎ হাঠুর নিচে ছয় আঙ্গুল পরিমান)পাঞ্জাবীর বুক পকেটে মাদ্রাসার মনোগ্রাম, সেলোয়ার/পায়জামা (টাকনুর উপরে)সাদা গোল টুপি ও সাদা পিটি-সু।

বালিকাঃ সাদা রং এর ফ্রগ , থ্রি কোয়টার হাতায় মাদ্রাসার মনোগ্রাম,সাদা সেলোয়ার/সাদা ওড়না/হিজাব/স্কার্ফ ও সাদা পিটি-সু।

উল্লেখ, যে সকল ছাত্রীদের বোরকা প্রয়োজন সে সকল ছাতীদের কফি কালারের প্লেন বোরকা ,বোরকার দুই হাতের কফে মাদ্রাসার মনোগ্রাম,সাদা ওড়না/হিজাব/স্কার্ফ ও সাদা পিটি-সু।

 

 

Read More
Why Should you Choose BAITUL MOSHARRAF SENIOR MADRASAH ?

 

 

Our Teachers